বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

কলঙ্কিত নায়ক ।। অনিরুদ্ধ দেব
















কলঙ্কিত নায়ক

শব্দের বাঁধ ভেঙে পড়ে বিষন্ন রাতে,
খাতা জুড়ে হাহাকার
দুটো জোনাকী  দিগ্বিদিক ঘুরছে পাগলের মতো। রাত্রির রং অন্ধকার না গাঢ় লাল... 
আমি গুলিয়ে ফেলেছি আজ
আমাদের পায়ে রাত্রি চক্র ঘুরছে
আমরা কে? কোথায় আমাদের বাড়ি?
সম্পর্ক কী? হাজারটা প্রশ্নের ঢিল
গায়ে কালি মেখে আমাদের ছুঁড়ে দিল আগুনের নদীতে
আমরা ভেসে গেলাম
হারিয়ে গেলাম
ছাড় পুরোনো কথা
এ জন্মে তুমি চাঁদ
আর আমি তোমার
গায়ের কলঙ্কিত নায়ক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন