রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

চৈত্র রাণী ।। সুমন আহমেদ

















চৈত্র রাণী




কথা ছিল শান্ত বিকেলের বসন্ত সমীরণে- মুক্ত নীলাভ 

আকাশের নীচে হাতে-হাত রেখে দূর দিগন্তের পথ ধরে 

হেঁটে যাবো দু'জন- কোনো এক অচেনা গন্তব্যে;

যেখানে থাকবে শুধু প্রতিশ্রুতিহীন নিঃস্বার্থ ভালোবাসা। 

চৈত্র রাণী,তবে কেন আজ- তপ্ত রোদের বিষণ্ণ হাহাকারে 

পোড়া দগ্ধ অসহায় এই বুকের জমিন? 

একফোটা সুখের বৃষ্টির প্রত্যাশায় কেন এতো আহাজারি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন