রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

কিছু ইচ্ছে না হয় নীরবে বন্দি থাকুক ।। রেবেকা ইসলাম

















কিছু ইচ্ছে না হয় নীরবে বন্দি থাকুক


কিছু ইচ্ছে না হয় নীরবে বন্দি থাকুক
আকাশের তামাটে কোলাহল সংসারে
খেয়ালি জ্যোৎস্নার মদিরা গন্ধ গায়ে মেখে
নীলাচলের কালজয়ী পঙক্তিমালার বুকে,
পাল তুলে ভেসে বেড়াক আড়ম্বরে
মেঘের রং রূপের পরিধি বাড়ুক
মেঘের সাথেই হোক বনিবনার পাহাড়
সমঝোতার আবেগী বসবাস,
মিশে যাক বৃষ্টির আদি কবিতায়
তীব্র চরম সুখের বৃন্দাবনে,
প্রান্তর থেকে উঠে এসে আমি
নিরালায় ঘরমুখী হই,
চৌকাঠে আটকে যায় গেরুয়া আঁচল
আমার বোহেমিয়ান ইচ্ছেদল,
ওরা দূর থেকে আমায় ঘুলঘুলি ভরে দেখে
দূর থেকে আমায় শুধু দেখে
অচ্ছ্যুত ছবি হয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন