রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

প্রিতম গোর্কি'র তিনটি কবিতা

জ্বলছি

জতুগৃহে জ্বলেছিল যারা
তারা তো রাজন্য নয়,অতি সাধারণ
আমিও জ্বলছি ক্রমাগত
জতুগৃহে; এক-ই কারণ! 


পাখি রোদ ডানায়

উড়েছিলাম মহাশূন্যতায়
কাল থেকে কালান্তরে একদিন
পাখি রোদ ডানায়।
অজস্র ধাতব মুদ্রার মতো কেউ
আমাকে ছুড়ে দিল এইখানে;কৃষ্ণগহ্বর।
মানুষ হয়েও তাই
পাখির স্বপ্নে থাকি বিহ্বল।


নদীর সাথে

জানতাম
তুমি নদীর পাড়ে এসে ঢেউ ভাঙা খেলা দেখবে
নদীর বাঁকে সাজাবে সংসার
হাঁটুমুড়ে বসবে,আঁচল ভিজাবে শাড়ির।
নদীর জলে দু'টি হাত নাচবে তা-থৈ....
নদী তোমারই সম্পূরক
একথা অনেকদিনের পুরাতন,জানতাম
বিকেলের পড়ন্ত রোদ নিয়ে খেলবে তুমি
নদীতটে নিঃসঙ্গ,
তখন মাথার 'পরে উড়বে মাছরাঙা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন