বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

অনুবাদ কবিতাঃ উপত্যকায় নিদ্রাবিষ্ট ।। আর্তুর র‌্যাবোঁ

















উপত‌্যকায় নিদ্রাবিষ্ট

মূলঃ আর্তুর র‌্যাবোঁ
বাংলায়নঃ আবুল কাইয়ুম

এ এক সবুজ উপত‌্যকা যেখানে ঝর্না তার গলা ঝেরে চলে,
খেপে গিয়ে ছুঁয়ে যায় ঘাসের ওপরে তারই রূপোলি আস্তর;
যেখানে সূর্য তার রশ্নি ফেলে গর্বিত পাহাড় চূঁড়োয় বসে :
এ এক ছোট্ট উপত‌্যকা আলোর বুদ্বুদে ভাসমান।
এখানে এক তরুণ যোদ্ধা— হা-খোলা মুখ, নেড়ে মাথা— 
ঘুমোয় ঠাণ্ডা নীল দূর্বাঘাসে ডুবিয়ে তার গ্রীবা;
আকাশের নিচে তার সটান শরীর, বিবর্ণ সে ভূমিশয‌্যায়, 
যেখানে বৃষ্টির মতো ঝুরে ঝুরে পড়ে আলোর ফোয়ারা।
তার পা ঢেকে আছে হলুদ পতাকা, সে হাসছে যেন এক
অসুস্থ শিশুর হাসিমুখ ঈষৎ নিদ্রায়।
প্রকৃতি, তাকে তুমি উষ্ণ ধরে রাখো। সে যে ঠাণ্ডা হয়ে গেছে।
কোন গন্ধই তার নাসারন্ধ্র কুঞ্চিত করে না; সে ঘুমোচ্ছে রৌদ্রালোকে, 
হাত দুটো মহা শান্তিতে রাখা বুকে। শরীরের ডান পাশে দুটো ছিদ্র রক্তলাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন