বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

ফিরে এসো ।। এ বি এম সোহেল রশিদ

















ফিরে এসো


খুলে দাও তৃতীয় নয়নের অবরুদ্ধ জানালা 
ঝেড়ে ফেল ত্রুটি-বিচ্যুতি, রাগ-অনুরাগ
শোন, নৈকট্য লাভের করুন আর্তনাদ!

কান্নার স্রোতে  মুহ্যমান পৌরাণিক অট্টালিকা
টেরাকোটায় বিচ্ছেদ-দহনের অমোচনীয় দাগ 
টেলিপ্যাথির এই আহবান সত্যিই নিখাদ!

পৃথিবীর উঠোনে প্রথম থেকেই তোমাকে চাই 
বৈপরীত্য ডিঙিয়ে ফিরে আসুক স্বগৃহে চাঁদ
মধুচন্দ্রিমায় প্রাণশক্তির রাতে মিটাও আহ্লাদ!

হৃদয়স্রোতে প্রতিক্ষণ রক্তঘামে প্রস্ফুটিত ফুল
বিরহের যবনিকা; বাতাসে বনফুলের পরাগ 
ফিরে এসো সাহসিকা, খুঁজি জীবনের স্বাদ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন