বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

সেই মেয়েটি ।। মৌসুমী মন্ডল দেবনাথ


সেই মেয়েটি
 

যে মেয়েটি সব করতে পারে
সে আগ্নেয়গিরিতে ঠোঁট রেখে
আগুন খায়,
গলিত লাভা গর্ভে রাখে
শুধু আলো ছোঁওয়ার জন্যে
পেলিক্যানস্ পাখির ডানায়
আঁকে শান্তির স্বচ্ছ নীড়টি
 প্রখর গ্রীষ্মের গনগনে
আকাশখানা ঢেকে দেয়
বৃষ্টিমতী মেঘে,
ক্রিস্চিনা আমা আইডু
বয়স তার পঁচাত্তর আজ
নুয়ে গেছে ঋজুদেহ,
চোখ ঝাপসা বাইফোকালে
তবু মনে পুষে রেখেছে
ঘন সবুজ পেপিরাসের জঙ্গল,
আফ্রিকার শুষ্ক দরিদ্রতম দেশ
 'ঘানা'র কৃষ্ণকায় মেয়েদের
স্বাধিকারের জন্যে এখনও
গর্জে ওঠে তার নিদাঘ কলম
যে মেয়েটি সব পারে তার জন্যে
আফ্রিকার মেয়েরা
সূর্যের কাছাকাছি
লিখে রেখেছে তার তৃষ্ণার্ত নাম
এই কৃষ্ণমেয়ে বুনেছে ভূমিতে
বিস্তৃত নক্ষত্রের ক্ষেত
একই আকাশের নীচে
সমান উচ্চতায় রেখেছে মেয়েজন্ম,
আজ ঝাঁঝালো এক
রৌদ্র ঝরা দুপুরে 
আফ্রোমোসিয়ার সবুজ ছায়ায়
পা ছড়িয়ে লিখতে বসলো 
সেই অমলতাসের মেয়ে
মেহগনী কাঠের চেয়েও কালো,
এমনকি তার গায়ের রঙের
চেয়েও কালো
মানবীর অশ্রু-ইতিহাস
তার অমসৃন কলম
পৃথিবীর বুক চিড়ে
সটান দাঁড়িয়ে গেলো
ছিটকে পড়লো দিকবিদিকে
বিদ্রোহী অক্ষরমালা,
না না না
আর নয় ধর্ষণ,
আর নয় গার্হস্থ্য হিংসা,
আর নয় অপমান
আর নয় শিক্ষাহীন দিন,
এই মেয়েটি সব পারে
পারে উল্টে দিতে
পৃথিবীর ইতিহাস
আমা আটা আইডু,
জন্ম 23 মার্চ, 1942
বয়স পঁচাত্তর।
আজ বিশ্ব নারী দিবসে
এই বিপ্লবী মেয়েকে জানাই
উষ্ণ অভিনন্দন
শুধু মানবী হওয়ার জন্যে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন