বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

যদি বলো ।। গোলাম রব্বানী টুপুল










যদি বলো


যদি বলো, এই বরষায় আমি কৃষ্ণচুড়া হবো
বৃষ্টির জলে নেয়ে উঠে বারেবার
পবিত্র এই আমি এসে দাঁড়াবো তোমার আঙীনায়
ভালবেসে হাত বাড়ালেই জীবনের পূর্ণতা।
কোথা হতে এসে মৃদুমন্দ বাতাস জাগাবে কম্পন
থরো থরো কাঁপি তরুজাত হিল্লোলে,
যদি খোপায় বেঁধে রাখো সে ফুল
ঘন কেশের আড়ালে আমি মুগ্ধতায় হই নিঃশেষ।
যদি বলো, আমি বৃষ্টি হবো মেঘের জঠরে
বাতাসের দোলনায় দুলে দুলে অঙ্গ ভেজাবো তোমার
বুঝি স্বর্গদূতও মুখ ফেরাবে লজ্জায়,
একান্ত এই আমি চেয়ে দেখতে দেখতে
ঠিকানা হারাবো, জমে যাবো বরফের পর্বত-গায়ে।
যদি বলো, মেসোপটেমিয়ার দোয়াব জমির ফসল হবো
ক্ষুধার্ত মরুবাসীর উদরে তৃপ্তি হবো
হবো দজলা-ফোরাতের জল, 
তোমার বুকের তৃষ্ণা মেটাবো অহর্নিশ।
যদি বলো, একান্ত তোমার হবো
পাশে রয়ে যাবো চিরকালীন এই আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন