মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

বাঁচার রূপকথা ।। দীপান্বিতা সামন্ত

















বাঁচার রূপকথা


হয়নি আকাঙ্খার পরিতৃপ্তি 
স্থগিতাদেশ তাই -
অনিবার্য মৃত্যু হতে বাঁচে শাহেরিয়াদ ।
বেঁচে থাকে রূপকথা ...
রচিত হয় সহস্র রাতের আরব্য কাহিনী ।

বেঁচে থাক শাহেরিয়াদ 
বেঁচে যায় সহস্র অসহায় ঋতুমতী প্রাণ ,
নিশ্চিন্তে ঘুমায় অপরাধী পিতার চোখ ।
স্থগিতাদেশ পড়ুক টালমাটাল মনস্তত্ত্বে,
রচিত হোক বহমান জীবনের গান ।
রচিত হোক মিঠে রূপকথা চলমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন