রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

পথে যেতে যেতে ।। কৃপা আচার্য


পথে যেতে যেতে


তোমার হাতে ছিলো একমুঠ রোদ।
সে রোদটুকু আছে কি এখন হাতে? 
দাম ছিলো হীরকের লক্ষ কোটি গুণ=
আছে কি আজ তোমার হাতে?

এখন কি ঝিলিক আছে? 
এখন হেঁটে চলেছো কোথায়... কোন পথে
একটু বলবে কি? একটু বলো এই আমাকে।

দেখেছিলাম রোদটুকু লুকিয়ে রেখেছিলে 
একদিন বালিশের কভারের ভাঁজে=
আজ কি তা আছে?

আমার বড়ো লোভ ছিল,
চেয়েছিলাম নিতে আমি নিজের হাতে,
ভেবেছিলাম একদিন চুরি করে নিবো সেই সোনাঝরা রোদ;
আজ আর আছে কি তোমার সেই লুকোচুরির হাতে
... ভাবি, আজও ভাবি আমার
পথে যেতে যেতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন