সোমবার, ১০ জুলাই, ২০১৭

কোন এক দিন -এলিজা আজাদ

কোনো এক দিন

কোনোএক দিন আমি আর থাকবোনা পৃথিবীর এই কোলাহলে-

ঠাঁই নেবে শরীর হিম ঘরে-

ক্ষুধাবোধ জাগ্রত হবেনা কোনোদিন-

হয়তো তখন আমি অচিন দেশের পথযাত্রী-

যার, ঘরবাড়ি-রোড নাম্বার নেই জানা-

ডাকবে না জারুল ফুল ইশারায়-

নীলরং শাড়ি পরে হারাবো না প্রেমিকের সাথে মায়াবী বনে-

খোঁপায় গুঁজে দেবো না প্রিয় ফুল বেলি-

মরিচ-লবন মেখে আমের ভর্তা খেয়ে চোখের জল ঝরাবো না আর;

আমার শূন্যতায় কারো বুকের পাঁজর এফোঁড়ওফোঁড় হবার নেই কোনোও সম্ভাবনা;

শুধু কিছু শালিক করবে হাঁচড়পাঁচড়

এবং সোঁদাযুক্ত মাটিই হবে শেষ ঠিকানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন