সোমবার, ১০ জুলাই, ২০১৭

স্বপ্ন- ধ্বনি - নাসির ওয়াদেন

স্বপ্ন-ধ্বনি     

      
স্বপ্নের শ্মশানে ফোটে বিষাদের ফুল 
কল্পনার জলাশয়ে ভাসে রাতের জোনাকি 
রোদ আলো জ্বেলে নিশাচর খোঁজে 
অন্ধকার হাতরায় চৌহদ্দি---

জিঘাংসা কাছে এলে প্রাণহীন হয় কবুতর 
খাদ্য-শৃঙ্খলে আবদ্ধ প্রকৃতি পুরুষ 
আলো খুবলে খুবলে খায় অন্ধকার ছায়া 
অশরীরী হেমন্ত কুড়োচ্ছে শিলোঞ্ছ কণা 
পরিপূর্ণ আগামী মাতৃ জঠর 

নব জাতক দেদার পণ্য হয়ে রক্ষকের ভরে পকেট 

সন্তানহীনা জননীর আঁখিজলে 
সিক্ত ভোরের আজান, সান্ধ্য-ধ্বনি 
ধ্বনি সকল বাজে শব্দের ফোয়ারা হয়ে 
স্বপ্নের গালিচায় ভেসে ওঠে রঙ্ ছবি । 

1 টি মন্তব্য: