রবিবার, ৯ জুলাই, ২০১৭

আশা - বিশ্বজিত বিশ্বাস

আশা 

পশ্চিমে লাল হয়ে সূর্য ডোবে যখনই

পুবে রঙের আভা নিভে যেতে যেতে

বলে যায় সে, আশা কখনো মরে না,

আমি তোমাকে ছেড়ে থাকিনা কখনো।

বাঁশ বাগানের উপর দিয়ে নেমে আসে

অন্ধকার, শেয়ালেরা ডেকে ওঠে রাতে,

শ্বাপদেরা তীক্ষ্ণ নখরে শান দিতে থাকে।

ঝোপে ঝাড়ে ওঁত পাতে বহুরূপী সেজে 

রাত্রির কালো হাত রক্ত মেখে চেটে খায়

আলো, মার কোল হতে কেড়ে খায় ছেলে।

লাঙলের নিজেম ধরা শক্ত হাতের মুঠোয়

সভ্যতার নিশান, প্রতিটি সিরালায় বোনা- 

বীজ, অঙ্কুরিত আশা হয়েই সে জেগে থাকে, 

অন্ধকার কাটতে কাটতে আলো ছেনে আনে। 

বিবেকের গান শুনো বন্ধু, আলো জ্বেলে রাখ- 

এ মাটি, এ বাতা্‌স, এ আলো সবই আপনার। 

অন্ধকারের ভয়! এক প্রদী্পে লক্ষ প্রদীপ জ্বলে-

অন্ধকারে নক্ষত্রেরাও জ্বলে থাকে আকাশ গঙ্গায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন