সোমবার, ১০ জুলাই, ২০১৭

সব আনন্দের ভিরে একটা লাশ হবো - টিপু সুলতান

সব আনন্দের ভিড়ে একটি লাশ হবো

দেখি,

পার্থিবের খেরোখাতায় কোন সুনসান মোলায়েম

প্রভু শব্দটার ভাসাই সুর বেজে ওঠে কিনা;

কোনদিন।

যে প্রেমিকেরা

সারাক্ষণ

ভেঙ্গে যাবার

নিবিড় সম্পর্ক

উদ্বেগ

আর সব আনন্দ পুঁজি করে নিয়েছে

প্রতিশ্রুতির প্রাপ্তিতে,

পরস্পর গোত্র

এবং অকবির আলিঙ্গনে;

আমিই

তার অকিলতায়

সামুদ্রিক শামুক আর লালকাঁকড়ার মতো শ্যামা বাতাস থেকে

পৃথিবীর মোহনা এবং ধুকপুক স্মৃতির দ্যুতি পর্যন্ত

সকরুণ আউবাও বিলাপ সুর মুছে

আমার শেষ হুইসেল বাজিয়ে কিছু নৈশব্দ করুণার ষ্টেশনে

দুটি ভুরুর নিচে

চোখবুজে

সব আনন্দের ভিড়ে একটি লাশ হবো;

চুপিসারে!

ভিষণ রকম-

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন