সোমবার, ১০ জুলাই, ২০১৭

চল্ রাধীকা - অপরাজিতা সরকার

চল্ রাধীকা

আরব সাগরের মত,নীল জল তোর চোখে!

পাখিরা করে খুঁনসুটি মগডালে

সন্ধ্যা ঘনিয়ে এলো চারপাশে,

আযান আর শঙ্খের ধ্বনি মিলে মিশে একাকার।

পিছন থেকে বললি তুই ডেকে,চল্ রাধীকা-

লাশের উপর প্রেমের পাহাড় গড়ি।

আমি বললাম হেসে

তুলসী তলা ফেলে কেন,যাব চাঁদের দেশে?

পাহাড়ে নৃত্য করতে গেলে,পায়ে পাবো ব্যথা

তার চেয়ে বরং আয় আমরা

কবিতায় বলি,অনাহারীদের কথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন