সোমবার, ১০ জুলাই, ২০১৭

রঙধনু - কবিতা- চঞ্চল দেবনাথ

রঙধনু-কবিতা

না, এই প্রথম নয়।

অনেকবার দেখেছি অনেক বালিয়াড়ি ধ্বস, 

জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া ভেলা-ঘর।

আরো দেখেছি-

পাহাড় ছুঁয়ে উড়ে যাওয়া গাংচিল

আর ঝর্ণায় নাইতে আসা পাহাড়ি মেয়ের নাচ।

সবই গতানুগতিক

চৈত্রের দুপুরের মতো একঘেয়ে।

কিন্তু কী আশ্চর্য!

যেদিন তোমার চোখের কোণে দেখেছি সমুদ্র

ঠিক সেদিনই হয়ে গেছি কবি।

আকাশজুড়ে লিখেছি রঙধনু-কবিতা, 

তারায় তারায় মহাকাব্য।

অবশ্য জানি তা তোমার পড়ার অবসর হয়নি।

একদিন চলে এসো, কোনো এক অবসরে 

তোমাকে সেই কবিতা শোনাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন