রবিবার, ৯ জুলাই, ২০১৭

কুমারী প্রেমের গল্প - তানভীর কালাম আজেমী

কুমারী প্রেমের গল্প 

তোমার স্বপ্নীল চোখের সৌরভী স্বপ্নগুলো 

ইচ্ছে ঘুড়ির মতো উড়ে বেড়ায় পঙ্কিল প্রহরে 

আকাশের খোলা জানালায় উঁকি দিয়ে 

ইশারায় ডাক দিয়ে যায় একাকী 

এক শিশির ভেজা নৈঃশব্দ সকালের মায়ায়।  

মধ্যরাত্রির ইচ্ছে গুলো অচল ছুঁয়ে নেমে আসে

কোন নির্জন স্বপ্নচারিণী রাতের সিঁড়ি বেয়ে 

শিশির ভেজা বিন্যাস্ত ঘাসফুলের বুকে 

প্রহরী জোনাকিগুচ্ছ সোনালী পিদিম জ্বালিয়ে 

ছড়িয়ে দিয়ে যায় অদেখা প্রেমের মায়া।

শত শতাব্দী ধরে লালন করা স্বপ্ন 

স্বর্ণালী আলোর প্রভাতী সুবাসিত আবীরের 

সিক্ত ধারায় ভিজিয়ে যায় নির্দ্বিধায় 

শিক বন্দী বাতায়নে নিভৃত রাতের প্রদীপ জ্বেলে 

শূন্য হৃদয়ে পূর্ণতার দুর্লভ যাত্রায়।

অন্তরার সারথি চন্দ্রিকা রাতে 

তারা ঝরার ঝরার মৌন প্রহরে যদি শুনতে পাও

রাট জাগা পাখির মুখরিত কলতান 

স্বপ্ন চোখে পথিক প্রহরগুলো তোমায় শুনাবে

নিঃসঙ্গ রাতের বাসরে কুমারী প্রেমের গল্প।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন