সোমবার, ১০ জুলাই, ২০১৭

সন্ত্রাসবাদীদের প্রতি - যুগান্তর মিত্র

সন্ত্রাসবাদীদের প্রতি

ভুল অনুবাদ ছড়িয়ে পড়ছে

তোমার গলি থেকে রাজপথে … 

ধোঁয়া আর ধুলোয় ঢেকে যাচ্ছে সেতু। 

তুমি চশমা খুলে রাখো।

আলো মাখা কলমে লেখো বৃষ্টির গান।

যেভাবে বরাবর সুর ছড়িয়ে পড়ে

নিকোনো উঠোনে,

যেভাবে জ্যোত্‍স্না এসে লুটোপুটি খায় 

ঝুলবারান্দার কার্নিশে,

সেভাবেই তুমি এসো

তুলোবীজের মতো ছড়িয়ে পড়ছে 

সন্ত্রাস সন্ত্রাস ! 

এসো পাগল হাওয়া, 

উড়িয়ে দাও যাবতীয় রেণু-সংহার,

আমরা এখন এক্কাদোক্কা খেলব,

গোল্লাছুট খেলব 

রাজারানীর উঠোনে। 

ওরা বসে থাকুক নিজস্ব আসনে। 

আমাদের হাসি গান থেকে শিখে নিক 

বেঁচে থাকার নিজস্ব নিয়ম। 

ভোঁতা অস্ত্র জমা হোক জঞ্জালের স্তূপে।

৩টি মন্তব্য: