রবিবার, ৯ জুলাই, ২০১৭

মায়াবী এই রাতে - অভিলাষ মাহমুদ

মায়াবী এই রাতে 

মায়আবী এই রাতে কাছে এসো প্রিয়তমা।

আমার মন তোমার মনের ছোঁয়া পেতে চায়।

আমাদের দু'দেহের দুটি মন মিলেমিশে একাকার হয়ে যেতে চায়।

এসো কাছে প্রতমা।

প্রেম যমুনার মিলন মোহনায়।

দুটি মন আনন্দে সারাক্ষণ

পুলকে ঢোলক বাজায়।

আমরা হয়ে যাই কাছাকাছি।

চলে চাঁদ তারকার নাচানাচ

কে কার সুখ দেখে-

জোনাকীর প্রেম আলো হৃদয়ে মেখে।

আবার কবে এই রাত পাবো না পাবো।

আমাদের নসিবে না থাকিলে পাবো না।

কাছে এসো এই ভরা পূর্ণিমা রাতে।

চলো মিলে একাকার হই দুজন দুজনাতে।

এই জীবনে এই রাত আর পাবো কি না পাবো।

এসো প্রেমের সুতোয় গাথি গানের মালা

এসো জুড়াই দুজনার মনে আছে যত জ্বালা।

এমন মধুর সময় আর পাবো কি না পাবো।

এই পূর্ণিমা রাতে মেঘের ভেলায় ভেসে সুখের দেশে চলো হারিয়ে যাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন