রবিবার, ৯ জুলাই, ২০১৭

সূত্রের বাইরে - রুপক চৌধুরী

সূত্রের বাহিরে 

জীবনের এই জলসায় বসে

কত কিছু হলো শেখা,

সাকি আর সুরা বীণা তানপুরা

কত কিছু হলো দেখা ।

রক্ত কখোনো বিষের বাশুরী

ঘৃণার অনলে জ্বলে,

অধরা আলেয়া জ্যোৎস্না বিলাসী

প্রেমের আরতি ঢেলে ।

সীমাহীন আশা অসীমে হারায়

না হয়ে স্বপ্ন পূরণ,

কোথাকার ঢেউ কোনকূল ভেঙ্গে

অস্তিত্বের টানাপোড়ন ।

দিনে দিনে কেউ মূল্যবিনে কেনে

হৃদের কুসুম কলি,

দাম আছে তার নয়গো বেদামি

কোন মুখে কারে বলি ।

যোগ বিয়োগের হিসেব নিকেশ

সবটা কখোনো ভুল,

সূত্রের বাহিরে মানব ঠিকুজী

আপেক্ষিকের ত্রিশূল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন