সোমবার, ১০ জুলাই, ২০১৭

নাম নেই - পারমিতা চক্রবর্ত্তী

নাম নেই 

ক্রমে বঙ্গোপসাগর থেকে ভেসে  আসে শব ৷ একের পর এক জাহাজে তোলা হয় ৷ এত তঞ্চকতা দেখেছে কুকুর , বিড়াল ফুটপাথের অংশীদারিত্ব ফেলে শামিল হয়েছে মিছিলে ৷  

এই যে লেখালেখি , মহুয়া বনের ধারে কয়লা খনির মধ্যে রেখে দেওয়া শ্রেয় ৷বোবা দেওয়ালটা দেখি সাদা হয়ে গেছে ৷ ২৫ শে বৈশাখের রজনীগন্ধার মালা পড়েছে ৷ তবু রবীন্দ্রনাথ আসে ...

ধীরে ধীরে সব কিছু জানা যায় ৷কাকেরা ও জেনে গেছে অনুর্বর মাটির ওপর ডিম পাড়ে  ৷ যার  কোন অভিবাবক নেই ৷ স্টিমারের ভোঁ ভোঁ শব্দ  খালাসির রক্তাল্পতা দেখে অভ্যস্ত ...

 

তবুও ...

ট্রাফিক থমকায় , হোঁচট খায়  কারখানার চোঙার ধোঁওয়ায় চলতে হয় ৷ অপেক্ষার অপর নাম প্রতিশ্রুতি ৷ যাকে  রোজ 

ছিটকানির উপরের অংশে দেখা ...

কখন বা

পাঞ্জাবির হাতা গুটিয়ে ধর্মতলার মোড়ে অপেক্ষমান ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন