রবিবার, ৯ জুলাই, ২০১৭

গন্ধম ফল - মোকসেদুল ইসলাম

গন্ধম ফল 

রাতের আসরে বসলে ব্যাধি বেড়ে যায়

দূরত্ব মাত্র ষাটগজ

অথচ অন্ধ চোখে দেখি না কিছুই

ঘুণপোকায় খেয়ে ফেলেছে থৈ থৈ সুখ

শোকপর্ব শেষে হাত বাড়ালে কাচা ধানের গন্ধ পাবে তবু।

অসীম ক্ষত নিয়ে দূরবাসী হলাম

নদীর বুকে নৃত্য করে উন্মাদ বালুচর

রিহার্সেল শেষ করো দ্রুত

তুমি সাহস করে ডাকলেই হলো

শীতের খোলস ছেড়ে এবার ঠিকই বের হবো

জলের রেখায় ছুঁড়ে দেবো গন্ধম ফল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন