রবিবার, ৯ জুলাই, ২০১৭

প্রেমিকাও এমনি সহজেই যায় - আহমেদ ফারুক মীর

প্রেমিকাও এমনি সহজেই যায়

একদিন তুমিও নক করবে না আর,

বিরক্তিতে তাকাবে ইনবক্সের টেক্সট'এ

তোমার হাত থেকে খসে পড়তে পারে যন্ত্রটা,

তুমি তো নীল, তাইনা?

নীল পরিবর্তন করে কবে যেন গোলাপী হয়ে গেছ;

গোলাপী, বৃষ্টির রং জানো?

ধুসর মনে হয়, তাইনা?

সাদাও হতে পারে।

নীল ই ভালো ছিল তোমার জন্য,

আমার জন্য কালো।

তুমি অনেক দিন টিপ পড়োনা,

কেন বলতো,

কালো টিপ, টকটকে লাল লিপস্টিকে তোমাকে দারুণ

লাগে,

চুল দিয়ে ঢেকে রাখা চিবুকের কিছুটা এখনো?

প্রেম, কবির কাছে সংরক্ষিত, জানোতো?

সময়গুলো সত্যিই চলে যাবে একদিন,

তখন বলবে, কেন যে এত সহজেই চলে গেল?

প্রেমিকাও এমনি সহজেই যায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন