রবিবার, ৯ জুলাই, ২০১৭

বর্ষার আগমনে - সুমন আহমেদ

বর্ষার আগমন

প্রকৃতি চাইনা আর তপ্ত রোদের জলশূন্যতার হাহাকার, 

কালবৈশাখী আতঙ্কিত ঝড়ো হাওয়া  

তাই গ্রীষ্মকে বিদায় বার্তা জানিয়ে 

নতুনত্বের হাত ধরে,প্রকৃতির সাঁজ বিবর্তন করে বর্ষার আগমন। 

 

মাঝে মাঝে কালো আঁধারে ঢেকে যায় বর্ষার নীল আকাশ,

রিমঝিম বৃষ্টি কাঁদা মাখা মেঠোপথ ঠান্ডা শীতল বাতাস। 

জোয়ারে থৈ থৈ ভরা নদীর শান্ত দু'কূল, 

বৃক্ষের ডালে ডালে ফোটে বর্ষার কদম কেয়া ফুল।

সুখের উচ্ছ্বাসে ভাসে নদীর বুকে মৃদু মৃদু ঢেউ;

পাল তুলিয়া মন খুলিয়া মাঝি গাই ভাটিয়ালী গান,

বর্ষার আগমনে প্রকৃতি ফিরে পায় প্রাণ।

শাপলা শালুক ভাসে জোয়ার ভরা বিলে,

ঝাঁকে ঝাঁকে রাজহাঁস হাঁকে ঢেউহীন শান্ত  ঝিলে। 

আষাঢ় শ্রাবণ বাড়াই পবন প্রতি ক্ষনে ক্ষনে, 

রিক্ত মন সিক্ত মন সবই মিলে বর্ষার আগমনে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন