মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭

সম্পাদকীয়ঃ জুলাই সংখ্যা। ২০১৭ইং।


 






সম্পাদকীয়, জুলাই ২০১৭ইং সংখ্যা।


সাহিত্যের জায়গাগুলোতে কতোইনা অবদানের কথা আমরা শুনেছি।ইতিহাস পড়ে জেনেছি।আসলে এটা অনুস্বীকার্য একটা অনুষঙ্গ।মানুষ যেমন প্রথাগতভাবে বেড়ে উঠছে তেমনি সাহিত্যের  ধারা উপধারার মধ্যে প্রতিনিয়তই মাত্রার যোগ হচ্ছে। চেঞ্জ হচ্ছে কবিতার ভাবসৃষ্টির কলা।তেমনি গল্প উপন্যাসেও ভিন্ন মাত্রার উদ্ভব দেখতে পাই। এটা আমাদের বিশ্ব সাহিত্যের সঙ্গে একটা নবজাগরন।নতুনত্বের কাছে আমরা সবাই ভীর করছি।

বলছিলাম,অবদানের প্রসঙ্গ। প্রত্যেক কবি সাহিত্যিকগণ যা-ই করেন, তা-ই প্রকৃতির তাগিদে করে থাকেন। এতে রাষ্ট্রীয় বা সামাজিকভাবে কতোজনই বা সুবিধা পান।তবে মননের নিকট সবাই লেগে আছি।মানুষের জন্যই কলম ধরি,খাতা ধরি। তাই কলমের একটা খোঁচাও মানুষের জন্যই মেলে ধরেন।
কবিদের প্রত্যেক খোঁচার মূল্য আছে। সেটা অর্থিক দিক থেকে না হলে প্রজন্মের নিকট অঙ্কুরিত বীজের মতই ফলদায়ক।অবদান,মুল্যবোধ,দায় সব কিছুমিলে সকলেই ভালোবাসার প্রসারমান কলকাটি ধরে আছি।এটা একটা জায়গায় নিবেই হয়তোবা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন