বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

কবি বিপ্লবী ।। অভিলাষ মাহমুদ









কবি বিপ্লবী


কাঁধে হাত রেখে বলে গুন্টার গ্রাসে,
বিপ্লবী! ভয় নাই গুন্ডার ত্রাসে।
তুলে শির যখনই গিয়েছি যে চমকে।
রবি বাবু অভয় দেন যেয়ো নাকো থমকে।
শির যাক তবু তুমি সাচ্ছা কথা বলবে,
নামলে আঁধার ধরার বুকে অগ্নি হয়ে জ্বলবে।
আমি কবি বিপ্লবী সত্যকে ঢাকি না।
এঁকে যাই ভগবান শয়তান আঁকি না।
খুঁজে যাই মিছে কথা ঢালে কে কার কানে?
ঈর্ষার অনল কে জ্বালালো ফিলিস্তান আরকানে?
কে জানে! হাওয়া বিবি কোথা এতো বেগ পায়।
ভাবনাই লাভ নাই দেবো ঝাপ মেঘনায়!?
আজ বেঁধেছি এ মস্তকে সত্যের ঝান্ডা।
কেউ বললে মিছে মারবো দত্যের ডান্ডা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন