বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

সে আমার রোগ হয়েছে ।। রুপক চৌধুরী

সে আমার রোগ হয়েছে


সাথ ধরেছে কেমন ব্যাধি 
কোন খেয়ালী রোগ,
যায় না ছাড়া নাছোড় তারে 
করছি শুধু ভোগ ।
বৈদ্য হাকিম ব্যর্থ সবাই 
ধরতে রেগের জাত,
সময় যত যাচ্ছে বয়ে 
বাড়ছে রোগের ঘাত  । 
সকাল বিকাল যাচ্ছে যেমন
রাত্রে প্রকোপ বাড়ে,
ফুলের ফাগুন গরল হয়ে
বর্ষা তখন ঝরে,
জ্যোৎস্না লোভে মাতাল হৃদয়
চাতক হতে চায়,
তীরের মতোন রোগটি তখন
স্বপ্ন ভেদে যায় ।
নিদারুণ এই রোগের কথা
কার কাছে আর বলি ।
গোপন ব্যথা সঙ্গে নিয়ে
নিজের মতোই চলি ।
কোন লগনে কোন খেয়ালে
রোগ করেছি বরণ ।
যন্ত্রণা দেয় বঞ্চণা দেয়
দেয় না শুধু মরণ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন