বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

দাঁড়াতে হবে সত্যের দুয়ারে ।। আনজালা ডালিয়া


















দাঁড়াতে হবে সত্যের দুয়ারে

আমি হাসি,
আমি সুন্দর,
লাগবেনা গ্রহন ওই হাসিতে
মৃত্যুও পারবেনা ঝলকানিতে বাঁধা হতে,
শেষ যাত্রায় ও থমকে গিয়ে বলবো তোমায়
অশুদ্ধ হয়োনা,
মুখোমুখি হতে হবে তোমাকেও সে দরবারে।
মিথ্যার বাসরে আর ফুলডোরে বেঁধোনা নিজেকে।
কটা দিন সবুর করো,
কি দিবে কৈফিয়ত?
সত্যকে মিথ্যা,আর মিথ্যা কে সত্য 
বানাবার মেশিনটা তো বিকল হবে তখন।
তিনি আর তোমার মাঝে সেদিন থাকবেনা 
কোনো কুহেলী, সুহেলী,ভনিতা,রনিতা।
এসো তোমার নাম দিই সত্য।
হয়ে উঠো সুন্দর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন