বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

ইতিহাসের পাতায় অনন্য নাম ।। কবির হুমায়ন











ইতিহাসের পাতায় অনন্য নাম


একটা নীলনকশা  অাঁকা ছিলো!
বাঙালি  জাতিকে সম্পূর্ণ  ধ্বংস করার
পরিকল্পনা ছিলো!
এমন অপ-প্রয়াস ছিলো
পাকিস্তানি  শাসক চক্রের। 
তাইতো, প্রথম অাঘাত হানলো তারা
অামাদের সংস্কৃতির উপর,
অামাদের ভাষার উপর। 

ঘোষণা  দিলেন শাসকচক্র
উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা 
অার কোনো ভাষা নয়!
মুহূর্তেই অগ্নিস্ফুলিঙ্গ  অাওয়াজ,
প্রতিবাদে ফেটেপরে ছাত্রসমাজ। 
শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ,
মায়ের ভাষার রাখিব মান
এইতো শপথ!

'রাষ্ট্রভাষা  বাংলা চাই'
'রাষ্ট্রভাষা  বাংলা চাই '।

মিছিলের ঢেউ এ উত্তাল নগরী
অার শাসকচক্রের ১৪৪ ধারা
কারফিউ জারি।
দিনটি ছিল বায়ান্নর ২১ ফেব্রুয়ারী! 

বুকপেতে গুলিমুখে প্রাণ দিলো যারা
রফিক, বরকত, জব্বার, ছালাম,
সফিক, অারো নাম নাজানা কতো নাম!
রক্তের হরফে লিখেদিলো রাজপথ
রাখলো বাংলাভাষার মান।

সেই বায়ান্নর ফেব্রুয়ারী 
ইতিহাসের পাতায় এক অনন্য নাম!
শুধু ভাষার জন্য প্রাণ দিতে পারে মাগো,
তোমার শতশত বাঙালি  সন্তান!

অাজ মাথা উঁচুকরে দাঁড়িয়ে  দেশ,
বাংলা অামার মাতৃভাষা  
অান্তর্জাতিক মর্যাদায়  অশেষ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন