বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

যে ভাষা কথা বলে ।। নাসির ওয়াদেন












  যে ভাষা কথা বলে  

       

যে ভাষা কথা বলে সে আমার প্রাণ
রক্ত দিয়ে, সহিষ্ণুতার কাঁটা বিঁধেয়ে
গোলাপ ডালে ঝুলে থাকে
বলে,আমায় ছুঁয়ে দেখো ---

ভেতরে কিলবিল করে বিশ্বাসের দৌড়
জীবন্ত প্রাণের কালোভোমর

বিচিত্র ফুল ফোটে নরম বিলাসী  বাতাসে

ভালবাসা বিছিয়ে বিছিয়ে বুঝে নিও
এখনও অনেক রোদ বাকি ---

পথ হেঁটে হেঁটে চলে•••

গোধূলির বিবর্ণ শরীর জোৎস্নার জনস্বার্থে
আহত শব্দের পাশে দাঁড়িয়ে,বিরক্তির অক্ষর
লাশ হয়ে ভেসে যায় লগ্নভ্রষ্টা জলে,
ক্ষণিকের চাঁদ উত্তাপ দিয়ে রাখে

শুধুই রক্তমাখা ভাষা প্রজ্ঞাজলে মুখ ধুই
কথা বলে সভ্যতার মৃত ঢিবিগুলো••••

বদলে বদলে গেছে শরীর বাঁধন
কণ্ঠধ্বনি থেকে সুর লহরী অবধি
এবার মুক্তি দাও,প্রাণ খুলে হাসি
কথা বলি, কথা বলি দারুণ আক্ষেপে ---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন