বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

প্রাণ ।। শ্রীজাত বন্দোপাধ্যায়














প্রাণ

প্রাণের ভিতর, আমি জানি, সেই জমিদারবাড়ি
এখনও সদম্ভে আছে, যেন তার প্রতিপত্তি খুব।
সামনে দিয়ে চলে গেছে এঁকেবেঁকে, রাস্তাটি পাহাড়ি।
দরিদ্র চাঁদের দেনা রাত কবে করেছে মকুব...
এমতাবস্থায় কারা ছাদের কিনারে উঠে এসে
ঝাঁপিয়ে আকাশে উঠে চলে যেতে চায় বারেবার
আমার সমস্ত ভাবনা চিরকালীনের স্রোতে মেশে
অথচ আগামীকাল কী হবে তা জানা নেই আর।
প্রাণ, সে মহত্বপ্রিয়, অবশ্য কিছুটা দীনও বটে
পুরাতন জুড়িগাড়ি, সে যেরূপ নিঃস্ব, রাজকীয়
আজও এ-বাড়ির মধ্যে ব্যাখ্যাহীন বহু কিছু ঘটে।
আমি দেখি ডানা মুড়ে নেমে এসেছেন হোরেশিও...
মৃত্যুর সীমার কাছে যে-পাঁচিল শেষ, তারই ধারে
অতীত দাঁড়িয়ে আছে হাত পেতে, প্রজাসমাহারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন