বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

প্রেম ।। লায়লা আঞ্জুমান ঊর্মি












প্রেম



বিরহের নোনাজল পেরিয়ে 
যে প্রেম নোঙর  ফেলেছে
নিরুদ্দেশ বন্দরে, 
তারে আমি ফিরাই কিসে? 
নিরলস বয়ে চলা কোনো খরস্রোতা নদীর মতো অন্তহীন পথ চলা তার, 
হয়তো বা পৌষের গায়ে লেপ্টে থাকা কুয়াশার মতো নীরবে চোখ বুজে সূর্যের বুকে। 
কোনে অভিযোগ নেই, যদি না ফেরে সে। 
কোনো প্রত্যাশা নেই, প্রাপ্তির মোহ নেই, নেই আক্ষরিক কোনো শঙ্খল। 
বন্ধনে বিশ্বাস নেই আমার, তাই আত্নার যুগল তীরের মাঝে পাবে চিরকাল বহতা সাগর।
প্রেম, সে তো নিজেই ঐশ্বর্যময়।
প্রেমের জমিনেইতো ঈশ্বরের বসবাস? 


প্রেম  
৩০.১.২০১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন