বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

বীর গাঁথা ।। আসমা মতিন











বীরগাথা

এক মহাদুর্যোগের ক্রান্তিকালে মাটির মানুষেরা
আপন মাটিতে জ্বলে উঠলেন দাউ দাউ করে,
জ্বলে উঠলেন আগুনের চোখে!
ঘাতক বুলেটে বিচুর্ণ হলো কারও কার মাথার খুলি,
বুকের তাঁজা শোণিত ধারা
গ্রন্থিল মাংশপেশি ছিন্নভিন্ন হলো নাড়ীভুঁড়িও!
রাজপথে আর্তনাদ করে উঠেছিল পবিত্র দেহাংশ!
থেমে যায় কবিতা পাঠ,
পাখীর গান,নদীর কলতান!
রক্ত গঙ্গায় অবগাহন করেন বীরগণ,
পলাশ রাঙ্গা জামা পরে এক ফাগুনে তাঁরা উঠে আসেন শ্রেষ্ট বীর,রাজার ভেসে
ছিনিয়ে আনেন বর্ণমালার যতার্থ সম্মান!
সভ্যতার সভ্য সভায়,আবার ও হয় কবিতা পাঠ
পাখী গায় গান,
এই যুগে বাংলায় লেখা হয় বৈদেশিক সড়কের নাম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন