বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

কৃষকতা ।। ভাস্কর চৌধুরী




















কৃষকতা

এই দিন
উথাল পাথাল দিন
ধানগুলো বীজ ফেলে যায়, 
ধানগুলো সব বীজ রেখে যায়
বাদল দিনে উথাল পাথাল কাব্যখানি
জলের জটায় ভাসছে সাপের একটা মাথা
শরীর ছিলো জলের নিচে
পদ্মারাগে বলেছিলো সেই বিবাগী
উথাল পাথাল বর্ষা ঝরে
এমন দিনে মাটি কেবল
বীজের কথা বলেছিলো পাতার কাছে
ঘরের ভেতর আগুন ছিলো, 
কৃষ্ণনাভি খুলেই এবার বলেছিলো
আয় বুকে আয়
আমার কাছে আমার দেহে আলাপ আছে।
সেই আলাপে পড়েই আমি 
ভিজে গেলাম বীজের কৃষক
কৃষকতা ভিন্ন আলাপ
ভিন্ন সুরে বাজিয়ে দিলো ভিল রমণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন