বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

নক্ষত্রের রাতে ।। ইয়াসমিন আক্তার মণি

নক্ষত্রের রাতে
       

কোন এক নক্ষত্রের রাতে    
ঝরে পরবো আমি ,    
হয়তো তখনো জেগে থাকবে   
আমার যৌবন-তারুন্যের দিন।   

তখনো দেখবো আমি   
আমার হৃদয়ের চোখে  
সবুজ মাঠ, ধান ক্ষেত   
রূপসী বাংলার রূপ।     

থাকবো শুয়ে অন্ধকারে    
নক্ষত্রের নিচে-   
ছোট্ট ঘরে হয়তো  
বেল গাছের ছায়ায়।

ভোরের পাখিদের গুঞ্জন শুনবো    
নরম শরতে ফোটবে যখন    
হলুদ বোঁটার শেফালি   
দূর থেকে ভেসে আসবে  
মৌ মৌ সুরভিত সুবাস।   

নিবির হয়ে থাকবো   
বাংলার সবুজ ঘাসে মিশে
পৌষের দুপুরে মিষ্টি রোদে  
নয়তোবা বিকেলের শীতল  
বাতাসে।     

মরিলেও আসবো ফিরে   
ফাল্গুনে গাছের নতুন শাঁখে শাঁখে          
হয়তোবা বসন্তের কোকিলের সুরে     
বাসন্তী রঙে সোনার বাংলার বুকে।   
.........................................................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন