বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

দীর্ঘশ্বাস ।। মোহাম্মদ ইকবাল














দীর্ঘশ্বাস



বিষণ্নতার সরোবরে ঘাই মারে বেদনার গাংচিল!
রাতগুলো অলস শুয়ে শুয়ে যুবতি হয়, পোয়াতি হয়, প্রসব করে কষ্টের নীল ভোর! 
বিশ্বাসের দেয়ালে লতিয়ে উঠে আস্থাহীনতার হেমলক,
ভালোবাসার বৃন্দাবনে চাতুর্যে নঙ্গর ফেলে রূপের সওদাগর!
কাঁচা রূপায় রূপের বিকিকিনি!
বানিজ্যের বেদিতে খুন ভালোবাসা!
সওদাগর বানিজ্য বুঝেন বটে! 
নিংড়ানো মথিত ভালোবাসা চাটে বণিকের জিহ্বা!
রাতের আঁধার বাষ্পরুদ্ধ হয় প্রেয়সীর অনুশোচনার দীর্ঘশ্বাসে।
বাতাস সেই দীর্ঘশ্বাসগুলি জোছনার নীল মাখিয়ে আমাকেই পাঠায়!
আমি শুধু বোবাদৃষ্টিতে চেয়েই থাকি!
তাঁকে ধরে রাখার অক্ষমতার আক্ষেপ নখ বসায় হৃদৎপিণ্ডে!
পিঠে যুগপৎ চাবকিয়ে যায় আফসোস ও দৈন্যের চাবুক!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন