বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

বুকের পঙক্তি থকে খসে পড়ে বর্ণ ।। এ কে এম আব্দুল্লাহ











বুকের পঙক্তি থেকে খসে পড়ে বর্ণ 


জানালার পিভিসি ফ্রেমে -মাথাকুটে যে দোয়েলের শিস। আমরা সেই দোয়েলের খুঁজে মফস্বলের রাস্তায় হাঁটতে থাকি। আমাদের কান বধির করে চলে যায় ভিনদেশি ট্রেনের হুইসেল।অচেনা ধূয়ার গন্ধে, আমাদের নাক বন্ধ হয়ে আসে। আমাদের চোখের সামনে অনেক কিছুই ঝাপসা হয়ে যায়। 

এরপর সন্ধ্যা ঘনিয়ে এলে আমরা পা রাখি শহরের প্লাটফর্মে। আমাদের মাথা থেকে নেমে আসে স্বপ্নগুলো।ভিড় ধরে পরিত্যাক্ত বগির মত। আমাদের সামনে রেলগুলো রঙিন ট্রেনে রুপান্তরিত হতে থাকে। আর আমরা হুড়মুড় করে উঠে পড়ি। অজানা গন্তব্য। 


আমাদের পিছনে পড়ে থাকে আধভাঙা দোয়েলের শিস। আর,বুকে তুলে রাখা পঙক্তি থেকে,খসে পড়া কয়েকটি বর্ণ। 

১৮/০১/২০১৮ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন