বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিভাগ ।। শ্রীলেখা চ্যাটার্জী















 বিভাগ 
 


বাংলার সন্তান নদী সরোবর সমুদ্র পাহাড় ! 
বাংলার সম্পদ স্মৃতির পালঙ্কে শুয়ে থাকা বিরহ বিচ্ছেদের কাহিনী শতদল ! 
বাংলার পাণ্ডুলিপি লুঠেরার হাতে নিস্পেষিত মানবের উদিত চৈতন্য , 
নিষ্ঠুরের হাতে নির্যাতিতের লাঞ্ছনা , 
নিপীড়নের অসহনীয় বেদনার আর্তি , 
অসহায়ের বোবা কান্নায় মাটির আস্ফালন ! 
যুদ্ধের মহড়া চলে থোকায় থোকায় --- রক্ত লেখা সৈনিক কবিতারা সহযোদ্ধার বেশে শপথ গ্রহণ করে তারাদের কাছে |
রক্তের স্রোতে নদীর মিলন মুখে শহিদের প্রতিবাদ জীবন্ত হয় অগ্নিগর্ভ দেশে ! 
বাংলার ঐতিহ্য দু কুল প্লাবিত জাতির সূতোয় গাঁথা যুদ্ধের মহড়া --- বিজয় ঘোষণা --- লাল , সাদা , সবুজে ধরে রাখা গোধূলি | 
নদীর সঙ্গম থেমে গেছে নিষেধের চাবুকে ! শুধু ভাগ ভাগ আর ভাগ ! 
নেই অধিকার ---আপন গতিতে বয়ে চলা | বক্ষের পুণ্য পীযূষ ধারায় পারে না সবুজের তৃষ্ণা মেটাতে ! 
নদীর বুকে পাথর দিয়ে মাতৃত্ব হরণ --- 
টাকায় চলে কেনাবেচা -- ক্ষমতার আস্ফালন ! 
ওপারে পদ্মার বুক ভাঙে সন্তান হারিয়ে ; এপারে গঙ্গার আর্তি জননীর বিরহে ! 
তিস্তা উঠেছে নিলামের ডাকে পদ্মার মূল্যে ! 
স্রষ্টার সম্পদ সৃষ্টির জীবন ! 
অমুক্ত শৃঙ্খলে বেঁধে দিল তার বুক --- কঠিন প্রস্তরে ! 
নদী মাতৃকা জোট বাঁধে মনে মনে | 
একসাথে হাত হিসাবে এবার ! 
গর্ভ হতে উত্থিত হবে ক্রোধের পাথার | 
বেশুমার ডানা মেলে উথলে উপচে পড়ে
ভাসাবে মানবে ! 
জল শুধু জল অবাধ্য বিধাতার ফুঁসে ওঠা গর্জনে এ বিশ্ব চরাচর -- 
শুধু ভুলের খেঁসারত --- একগোত্র ধারী ,
একাঙ্গ একাঙ্ক এক বিশাল পাথার | | 

                     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন