বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

চিঠির ভাষা ।। পঙ্কজ চন্দ্র শীল


চিঠির ভাষা


আজই আমি লিখবো চিঠি,আমার প্রিয়ার কাছে
ফোনের ভাষা ভাল্লাগেনা চিঠিতে মন নাচে!
চিঠির ভাষা নেই কেনো আজ,কাঁদি মনের দুখে
সকাল-দুপুর চিঠি পেলে হাসতো প্রিয়া সুখে।

চিঠি হলো মনের ভাষা,ফোনে বলা যায়না
ফোনগুলি আজ রোগ-জীবানু! চিঠি হৃদয় আয়না।
চিঠি হলো মান-অভিমান, মায়ের মুখের হাসি
মোবাইল হলো মান-অবসান,বিরাট সর্বনাশী!

মোবাইল-ফোনে ফিরিত করে,হারায় বাড়ি-গাড়ি,
দেওয়ার জন্য সাধ থাকেনা,প্রিয়ার ওই লাল শাড়ী।
শাড়ীর বায়না লিখা ছিলো সোনার চিঠির মাঝে,
'আমি প্রিয়র বউ হবো কি!' ভাবতো সকাল-সাজে।

চিঠির জন্য আমার মাতা প্রতীক্ষা ওই মাসে
ছেলের চিঠি পেলে মাতা,প্রাণ খুলে যে হাসে।
চিঠির মাঝে যত ভাষা, সেই ভাষা নেই ফোনে!
চিঠির মাঝেই বিষাদ-বৃষ্টি দু-নয়নের কোণে।

তবু তোমরা চিঠি লিখো প্রিয়দেরই কাছে
বাংলার বুকে একটাই দাবী,চিঠি যেনো বাঁচে।
চিঠির ভাষায় আকুল পরাণ,অন্তর ভরা সুখে,
চিঠির ভাষা প্রাণের ভাষা,লালন করি বুকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন