রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

চিঠি ।। তানভীর মুছলেমী রামেন

চিঠি

কেমন আছো, আমায় ছাড়া? ভীষণ ভালো? বাঁধন হারা?
মনটা আমার খুব বেহায়া, তোমার কথা ভেবেই সারা।
কোথায় তোমার সে গল্পরা, আমায় ছাড়া কেমন ওরা?
নিত্যদিনের কর্মশালার, ঘরের ঝাড়ুর, বাসন থালার,
ঘরের সোফার, খাট বিছানার, কোণায় গোঁজা ঘরের তালার?
আজকে তোমার ঘরটি কেমন, আমায় ছাড়া দোরটি কেমন,
পরিচ্ছন্ন পা-পোষ আর কেমন তোমার ঘরের মেঝে? 
পেন্ডুলামের সেই ঘড়িটা আমায় ছাড়া কেমন বাজে?
কেমন করে পালঙ্কটায়, একলা ঘুমের গোলাপ ফোটায়?
নিপাট চাদর, পাশ বালিশে তোমার চোখে রাত্রি বাড়ে?
কাটছে কেমন দিনগুলি সব, আমায় ছাড়া এ সংসারে?
মানিপ্ল্যান্ট আর ফুলের কাঁটায়, তোমার বিকাল বারান্দাটায়,
কাটছে কেমন সময় তোমার, একলা একা চায়ের কাপে?
বলছে কি কেউ, সাবধানে খাও, ঠোঁট পুড়োনা ভীষণ তাপে?
একলা থেকেও ভালো থেকো, তুমিই তোমার খেয়াল রেখো,
গ্যাসের ব্যথার ওষুধটুকু খেয়ে নিও খাওয়ার আগে,
জ্বর কি তোমার হয় এখনো, জানতে ভীষণ ইচ্ছে জাগে।
এই দু'হাতের অঞ্জলীতে, তোমার মনের মূল্য দিতে,
জানি আমিই অগোছালো, ছিলাম খুবই আলসে কুঁড়ে,
ভালোবাসার খেই হারিয়ে সরেই না হয় এলাম দূরে।
মনটা আমার খুব বেহায়া, বলছি আগেও, বলছি আবার
তুমিই বলো, আমার কেনো ইচ্ছে জাগে খবর নেবার?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন