রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

দৃষ্টি ।। কামরান চৌধুরী

কামরান চৌধুরী






দৃষ্টি 

দৃষ্টি
অর্ন্তদৃষ্টি 
সমুখে গভীরে
সাগর নদীর পাড়ে
অন্ধকারে আলোকের মাঝে 
অনুভবে অভিমানে রাগে লাজে।
বেদনা-হাসির অন্তরালে দৃষ্টি থাকে
পূজা ভক্তি মন্ত্রপাঠে সাধনা কল্যাণ মাখে। 
দৃষ্টি যেন বন্দি থাকে, সুন্দরে ফুলে, নারীর বক্ষে
দৃষ্টি যেন বৃষ্টি আঁকে, শ্রাবণের শুক্লপক্ষে।
সত্য-মিথ্যা ব্যবধান বোঝে অনায়াসে
সাধনায় হৃদ বাঁকে দৃষ্টি আসে।
আগেভাগে দেখে ত্রিনয়ন
অনাগত সে ভূবন। 
যাবে সেইখানে
মনেমনে 
জনে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন