বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

তিনশ, বছর পরে ।। সিদ্দিক প্রাণিক


তিনশ' বছর পরে

তিনশ' বছর পরে ঘুম থেকে জেগে উঠে দেখি,
তুমি-আমি-আমরা আর আমাদের পোষা কুকুর ও
কবিতারা কেউ বেঁচে নেই, বেঁচে নেই দুগ্ধপোষ্য শিশু,
নাবালক আঁকা-আঁকি আর হিংস্র নখের আচর। 

শুধু বেঁচে আছে বৈধ-অবৈধ সংগম,
তাদের উত্তরাধিকার, যারা ঘর থেকে ঘরে 
অস্থির উন্মাদনায় ছুটছে আর
গোপন সিন্দুক থেকে আবিষ্কার করছে 
কামসূত্র আর সমগ্র খিস্তিখেউর 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন