বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

নির্ঘন্ট জিঞ্জির ।। রাজন্য রুহানী


নির্ঘন্টজিঞ্জির

দেখিস ভাঙা পা, একদিন আমাদের আত্মাও প্রিজমা হয়ে যাবে, 
একদিন আমরাও পেয়ে যাবো উড়বার ডানা, 
চিরায়ত ল্যান্সের বাইরে তুলে নেবো নির্ঘণ্টজিঞ্জির...

 পালিশচামড়া ছুঁয়ে বলিরেখা তৈরি করছে চোরকুঠুরি, 
দৃষ্টিনন্দিত মুখোশে হাসছে বালক, ধর্মকল বাতাসে নড়ছে 
আর আমরা দেখছি মৃত্যুকূপজলে নিজের মুখটা কী রকম ভয়ঙ্কর হতে পারে...

 এইসব বাতুলতা ছেড়ে নিচু ডালে ঝুলে থাকে 
অনির্ণীত মেসবাড়ি, ছেঁড়াখোঁড়া চোখ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন