বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

দন্ডিত কাপুরুষ ।। আদিত্য পিয়াস


দণ্ডিত কাপুরুষ


হে নারী,
তোমার মনে অবাধ বিচরণের দিগ্বিজয়ী বাসনা 
এখন আমাকে কুকড়ে খায় না।
.
এখন মন খুজে বেড়ায়না
তোমার কপালের কালো টিপের মায়া,
তোমার অবাধ হাসিতে  সৃষ্ট টোলের শিল্প  সৌন্দর্য্য
কিংবা তোমার ছোট খাট অভিমানের নিখুঁত কারণ।
.
এখন নাসান্দ্রিয় গভীর শ্বাসে খুজে বেড়ায়না
তোমার সুবাসিত শরীরের মাদকতা।
তার চেয়ে এখন বেশি প্রিয়,
কষ্টার্জিত কচকচে নোটের সুঘ্রাণ।
.
তোমার সুমুধুর কন্ঠস্বরের চেয়ে
এখন বেশি প্রিয় ফুটন্ত চালের শব্দ।
.
ভালবাসার চেয়ে বেশি  প্রিয় মিছে অভিমান,
সুখের চেয়েও বেশি কাব্যময় এখন
শূন্য পাতিল,
শূন্য ঘর,
শূন্য বিছানা,
শূন্য ব্যলকনির ইজি চেয়ার,
বিষন্ন গোধূলি বিকেল
কিংবা একাকী জ্যোৎস্নাময় রাত।
.
তোমার সান্নিধ্যের চেয়ে এখন
দুমুঠো চাল,চুলো  আমার কাছে অতি আবশ্যিক।
.
তোমার উপর শত অভিমান
আজ আমি কবিতার উপর চাপিয়ে দিয়ে
সুখে থাকি এক পরম শূন্যতায়।
এ আমার প্রতিশোধ...
বলতে পারো উপায়হীনতাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন