বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

দৃশ্যমুখি ।। সতেজ মাসুদ


দৃশ্যমুখি 
 
 অন্য পারেই গলে আছো— ভিন্ন স্বাদে :
 অকারণে ঝলসে যাও মনোদিত এসিডে।

 মাঝের যে সেতু
 তফাৎ তার নাটাই আর আকাশগামী ঘুড়ি।
 নির্ণীত পারাপার কেবলই সাদৃশ্য গাঁথে,
 অদৃশ্য থেকে যায় স্বাগতিক সংসার । 

 অভিনীত পর্দা আঁটাও মুখে 
 বিন্দুগত ভাষা ঢেকে রাখতে চাও। 
 অথচ, জাননা তুমি !
 চোখই ঘটনার চিহ্ন, সঙ্কেত, সাক্ষী আর মন্ত্র বহনকরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন