রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

মৃত্যুর ভেজা ছবি ।। সৈয়দ শরীফ

মৃত্যুর ভেজা ছবি

তারপর প্রকৃতিই খুনি হলো—
আমাদের শুকনো-সবুজ পাতাগুলো
ঝরে গেলো; আহা মরে গেলো সব
গাছের সাথে নত হয়ে;
মৃত্যুর এ স্রোতে কত যে সঞ্চিত সুখ 
গিয়েছে কবেই গত হয়ে।
স্রোতের গর্জনে কেঁদে ওঠে স্বদেশ;
এইসব মৃত্যুরং প্রকৃতি মেখে দিলো?
সবুজের বুকে মৃত্যুরই ভেজা ছবি
আহা, এইভাবে সে এঁকে দিলো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন