রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

তার দুয়ারে ।। এলিজা আজাদ

তার দুয়ারে

তার চোখে থমকে গেছে আষাঢ়

নোনাধরা দেয়াল খসে পড়ার মতোই

জল বইছে আজ অবধি---

প্রেমে পোড় খাওয়া মেয়েটি আজও ফাগুন এলে কান পাতে বাতাসে

মনেমনে বলে, ফাগুনের গান তুমি শোনোনি প্রেমিক

বিশ্বাসে বিষ মেখে চল!

কী করে জানবে রক্তরাগ প্রভাতের রঙ!

ভালো করে তাকালে দেখবে ক্ষণ্ডিত হৃৎপিণ্ডের ছিন্নভিন্ন টুকরো---

স-ব-ই কী আমার?

গত বসন্তের মতো এবারো বুঝি কেটে যাবে শুষ্কতায়!

বহুকাল বসন্ত আসেনি তার দুয়ারে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন