বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

এক ঝলকে ।। সুধাংশু চক্রবর্তী


এক ঝলকে 


দিবসের বিলীয়মান আলোকে ক্রমেই ঝাপসা হচ্ছে চারপাশ
পাখির ডানায় ক্লান্তির ছাপ ফুটে উঠছে সেই অবসরে
সবাইকে একদিন ফিরে যেতেই হবে ফেলে আসা নীড়ে  

ছুটন্ত ট্রেনের জানালা স্পর্শ করে গেল যে মেয়েটির শ্রীমুখখানি 
বুকের ভেতর তোলপাড় তুলে সে যে সরে যায় আরও আরও দূর
বুকের ভিতর চলকে ওঠা রক্তকে চিনিয়ে যায় অতীতের কালো গহ্বর

অতি নাটকীয়তা ছেড়ে এবার আসল কথায় চলে আসি 
দিনের বিলীয়মান আলোক আবারও ফিরে পাবে এই তমসাচ্ছন্ন পৃথিবী
সামান্য বিশ্রামের পর পাখির ডানাও ফিরে পাবে তার হারানো সুখ 
অথচ ছুটন্ত ট্রেনের জানালায় আর ধরা দেবে না মেয়েটির শ্রীমুখ । 


  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন