রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

উজ্জল করোটি ।। মোনাব্বর হোসেন

উজ্জ্বল করোটি 

অজস্র সফলতার সংযোগ সিঁড়ি পেরিয়ে অতপর জনপদের জনসমাবেশে আসলেন কবি,

আন্দোলন,সংগ্রাম আর ঐতিহ্যের চেতনায় জাগাতে চাইলেন শ্রেষ্ঠ উদার রবি, 

লিখে যেতে চান কবিতা সে--

বাংলাদেশ নামক দেশটির ছবি। 

অধির অপেক্ষায় লক্ষ কোটি জনতা-

অতপর তিনি এলেন এক অবিনশ্বরতা। 

রক্ত দিয়ে লিখে গেলেন কবিতাটি 

যত্ন করে রেখো তাঁকে,ফুটাও ফুল তাঁর শাঁখে 

সেই হবে একদিন ভালোবাসার সেরা গৌরব কপালের রাজটিকা,

আগামীর অনুগামী রক্তজবাটির

প্রস্ফুটিত শিখা।

মানুষেরা হয়ে ওঠো সকলের সমুন্নত

প্রয়াসে নির্মিত সফল সভ্যতা,

সমূহ সম্ভাবনার উজ্জ্বল ভবিষ্যত,ভবিতব্যতা,

প্রতিদিনের নাগরিক অধিকার সম্বলিত দাবীর স্বপক্ষের স্বগতিক উক্তির

বিবেক-প্রসূত মানবিক প্রবক্তা,

যেখানে শুধুই সূদুর ভাবনার বিস্তির্ণ জলভূমিতে জেগে থাকা জলজতা,

স্বয়ং সবল,স্বাস্থবান,সমুচিত জবাবদিহিতা।

জনতার কাতারের আনুষঙ্গিক 

জাগতিক প্রাসঙ্গিকতা,

মানুষগুলো হও আত্মায় অত্মায় বিনির্মিত সত্তা যথার্থতা,

ভালোবাসায় ভালোবাসায় জাগ্রত হও

অর্থে হও অর্ঘদাতা,

দেখ তোমার সামনেই দাড়িয়ে আছে

তোমার জাতির পিতা। 

সৌজন্যের জন্য গড়ি

মনুষত্বের উদার নীতি,

গড়ে তুলি উন্নত মজবুত জীবন বনেদী

সম্প্রীতি ও প্রীতি,

সবুজের পতাকায় এঁকে দিতে

বাঙ্গালী চেতনার বিশ্বাসী রবি,

সমুন্নত রাখতে জীবনের সরোজ রীতিনীতি।

বাংলাদেশ বঙ্গবন্ধুর বুকে

ধারণকৃত সেই অমর কবিতাটি,

অমল,ধবল,সজল,শ্যামল,

শাঁখা-প্রশাখা-শোভিত

ভালোবাসার প্রগাঢ় চুম্বন

স্বপ্ন-বরণ,উজ্জ্বল করোটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন