বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

বাড়ির পথ ।। বর্ণালী চ্যাটার্জী


বাড়ির পথ

সবাই বলছে সম্পর্ক তো সেই কবেই শেষ তবে এখন কেন?
তবুও বাড়ি চেনা প্রয়োজন,চিনে রাখা ভালো।
কি যেন বলেছিলো...
স্টেশান থেকে দু'পা হেঁটে।
ডানদিক বলেছিলো নাকি বাম!
হ্যাঁ,হ্যাঁ ডানদিক,স্টেশান থেকেই দেখা যায়...
প্রথমে ডানে তারপরে বাম,তারপর তিনমাথা পার করে ছোট্ট বাঁকে গলিপথে বড়ো বাড়ি।
একমাত্র রাস্তা তাও খুঁড়ে রেখেছে কোনো এক আক্কেলহীণ মানুষের দল।
চার-পাঁচটা রাস্তা ঘুরে,বৃষ্টিভেজা আহ্লাদ নিয়ে পাওয়া গেলো সে বাড়ি।
একেবারে বেরঙিন যেটুকু রঙ ছিলো কল্পনার তা।
স্বপ্নের ইঁট দিয়ে গড়া ছিলো ইমারত,আসলে একচালা।
ফিরতে হবে শীঘ্রই দূর থেকে দেখার সাধ মিটে গেছে,পাছে দেখে ফেলে কেউ।
চারটে বাঁক পেরিয়ে যে রাস্তাটা পড়বে সেই রাস্তায় আরও তিনটে মোড় ঘুরে,ছোটো গলিপথ পেরোলেই পড়বে স্টেশান,
তারপরে বাড়ি ফেরা।
তাও বলবো তোর বাড়ি তোর চেয়ে কম গোলমেলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন